দলের পদ ও সম্পদ নিয়ে নিরাপত্তাহীনতায় এরশাদ, থানায় জিডি

এইচ এম এরশাদবিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্বাক্ষর জাল করে তার দলের বিভিন্ন পদ ও সম্পত্তি কেউ নিয়ে যেতে পারেন, এমন আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি করেছেন (জিডি) তিনি। বুধবার (২৪ এপ্রিল) রাজধানীর বনানী থানায় করা এই জিডির বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আলী।

তিনি জানান, এরশাদের নিজের স্বাক্ষর করা জিডিটি দুপুরে থানার নথিভুক্ত হয়। জিডি নম্বর- ১৫০২। এই জিডি তদন্তের দায়িত্ব পেয়েছেন বনানী থানার পরিদর্শক (অপারেশন) শায়হান ওয়ালীউল্লাহ।

পরিদর্শক শায়হান ওয়ালীউল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমানে অসুস্থ। এ অবস্থায় এরশাদ আশঙ্কা করছেন, কেউ হয়তো তার স্বাক্ষর নকল করে পার্টির প্রয়োজনীয় কাগজপত্র, দলের বিভিন্ন পদ-পদবি বাগিয়ে নিতে পারেন। এমনকি তার ব্যাংক হিসাব জালিয়াতি এবং পারিবারিক সম্পদ, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য হাতিয়ে নেওয়াসহ তার আত্মীয়-স্বজনের জানমাল হুমকির মুখে রয়েছে বলেও আশঙ্কা করছেন তিনি।’

অসুস্থতার সুযোগ নিয়ে কেউ যেন এমন অপরাধ করতে না পারেন, সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তার জন্য এরশাদ এ জিডি করেন বলে জানান পরিদর্শক শায়হান।

পুলিশ এরইমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন বলেও জানান পরিদর্শক ওয়ালীউল্লাহ।