২৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১

১২৩

রাজধানীর বনশ্রী এলাকা থেকে ২৪ হাজার পিস ইয়াবাসহ সৈয়দ হুমায়ুন কবির (৫২) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বুধবার (২৪ এপ্রিল) র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

জানা যায়, বিকালে খিলগাঁও থানার বনশ্রীর ব্লক-জি এর ৩ নম্বর রোডের ২১ নম্বর বাসার দ্বিতীয় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ হুমায়ুন কবিরকে আটক করা হয়। এসময় ওই ফ্ল্যাট থেকে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেছে হুমায়ুন। সে জানায়, চট্টগ্রাম থেকে এসব ইয়াবার চালান কৌশলে ঢাকায় নিয়ে আসতো। পরে বনশ্রীতে তার ভাড়া বাসায় মজুদ করতো। এরপর সহযোগীদের মাধ্যম্যে ঢাকা ও আশাপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো।  

আটক হুমায়ুনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব। 

সৈয়দ হুমায়ুন কবির বরিশাল শহরের কোতোয়ালী থানার জিয়া সড়কের দর্পন ম্যানশনের মৃত. সৈয়দ হালিম মিয়ার ছেলে। সে বর্তমানে ঢাকার খিলগাঁও থানার বনশ্রীর ব্লক-জি এর ৩ নম্বর রোডের ২১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ২/এ ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে থাকত।