ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগ স্থগিত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ স্থগিত করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) এই স্থগিতাদেশ জারি করা হয় বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের যুগ্মসচিব সালমা জাহান।

মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত আদেশে ঢাকা শিক্ষা বোর্ডকে অধ্যক্ষ নিয়োগ স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়, গত ২৬ এপ্রিল ভিকারুননিসা নূন স্কুলে অনুষ্ঠিত অধ্যক্ষ নিয়োগের পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। এ কারণে নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জানা গেছে, কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুমানা শাহীন শেফাকে ভিকারুননিসার অধ্যক্ষ নিয়োগ চূড়ান্ত করা হয়। অভিযোগ রয়েছে, অধ্যক্ষ নিয়োগের লিখিত পরীক্ষায় মাত্র সাড়ে ৩ নম্বর পেয়েছেন তিনি। তারপরও তাকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।

এই অভিযোগের পর তার নিয়োগ প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দেয় মন্ত্রণালয়।