ঈদের আগে ফুটপাতে বসার দাবিতে গুলিস্তানে হকারদের বিক্ষোভ

গুলিস্তানে বিক্ষোভের সময় রাস্তা আটকে দেন হকাররা

আসন্ন ঈদ উপলক্ষে রাজধানীর গুলিস্তানের ফুটপাতে পণ্যের পসার সাজিয়ে বসতে চায় হকাররা। এই দাবিতে আজ মঙ্গলবার (৭ মে) বেলা সাড়ে ১১ টায় তারা গুলিস্তানে মানববন্ধন ও বিভিন্ন সড়কে বিক্ষোভ সমাবেশ করেছে। এসময়ে বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশ তৎপর থাকায় কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রায় একবছর ধরে গুলিস্তান, নিউমার্কেট এলাকায় হকারদের বসতে দিচ্ছে না সিটি করপোরেশন ও পুলিশ। তবে ঈদের আগে  আবারও ফুটপাতে বসার অনুমতি চেয়ে হকাররা আজ বিক্ষোভ করে। পরে হকারদের বিভিন্ন সংগঠন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করলেও তাদের সঙ্গে কেউ কথা বলতে আসেনি।

হকারদের বিক্ষোভের কারণে আটকা পড়ে যানবাহন

হকার শাহীন বলেন, ‘আমরা হকারি করে খাই। চুরি করি না। আমাদের কাজ করেও খেতে দিবে না। ঈদের আগে সবাই আয় রোজগার করতে চায়। আমাদের পরিবার আছে, আমরা কোথায় যাবো।’

বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জসিম বলেন, ‘আমাদের সংগঠনের ব্যানারে একটি প্রতিনিধি দল মেয়রের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু কেউ দেখা করেনি।’ তিনি বলেন, ‘মেয়রের কাছে আমাদের অনুরোধ যাতে আমাদের ঈদের আগে অন্তত বসার ব্যবস্থা করে দেন। এতোগুলো মানুষ কোথায় যাবে সরকারকে তা ভাবতে হবে। আমাদের সন্তান, মা বাবা কি ঈদ করবে না?’

হকারদের বিক্ষোভে জনদুর্ভোগ

এদিকে, হকারদের বিক্ষোভের কারণে গুলিস্তান ও সংলগ্ন এলাকার সড়কগুলোতে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়। এমনকি ব্যক্তিগত গাড়ি চলাচলেও বাধা দেয় হকাররা।

হকারদের বিক্ষোভে সৃষ্টি হয় জনদুর্ভোগ

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ সতর্ক রয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে দিকে দৃষ্টি রাখা হয়েছে।’

ছবি: নাসিরুল ইসলাম