খালেদা জিয়ার ১৭ মামলার বিচারে আদালত বসবে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে





খালেদা জিয়া (ফাইল ছবি)বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো ও নাইকো মামলাসহ মোট ১৭টি মামলার বিচার কাজ এখন থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের স্থাপিত অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হবে। রবিবার (১২ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশ ক্রমে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১) মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনের অস্থায়ী আদালতে মামলাগুলোর বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এতদিন এসব মামলার কার্যক্রম ঢাকা মহানগরের ১২৫ নাজিম উদ্দিন রোডে অবস্থিত পুরাতন কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষে অস্থায়ী আদালতে পরিচালিত হতো।

এই প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন, ‘এখন থেকে মামলাগুলোর বিচার কাজ চলবে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে।’

যেসব মামলা চলবে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে
দারুস সালাম থানার নাশকতা ৮ মামলা, যাত্রবাড়ী নাশকতা, রাষ্ট্রদ্রোহ ও হত্যাসহ তিন মামলা। এই এগারো মামলা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন শুনানির জন্য ১২ জুন তারিখ ধার্য আছে।

গ্যাটকো দুর্নীতির মামলাটি ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে বিচারধীন। মামলাটি অভিযোগ গঠন শুনানির ১৪ মে তারিখ ধার্য রয়েছে।
নাইকো দুর্নীতির মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ১৯ মে তারিখ রয়েছে। মামলাটি ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে বিচারাধীন ।
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য ১৬ মে ধার্য আছে। মামলাটি ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতে চলছে।
মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন ও মানবতাবরোধী অপরাধীদের মদদ দেওয়ার দুই মামলার অভিযোগ গঠন শুনানির ১৩ জুন তারিখ ধার্য রয়েছে। মামলা দুটি ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতে বিচারাধীন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগে দায়ের মামলাটি গ্রেফতার তামিল সংক্রান্ত তামিল প্রতিবেদনের জন্য ২৬ মে ধার্য আছে। মামলাটি ঢাকা মহানগর হাকিম আদালতে বিচারাধীন।