উত্তরপত্রে ঘষামাজা, আইডিয়ালের অধ্যক্ষের বেতন বন্ধ চায় মন্ত্রণালয়





Motijhel-ideal-School20180302025524

উত্তরপত্রে ঘষামাজার বিষয়টি প্রমাণিত হওয়ায় রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বেতনভাতা কেন বন্ধ করা হবে না, তা জানতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালককে চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে অধ্যক্ষের বক্তব্যসহ সুস্পষ্ট মতামত জানাতে বলা হয়েছে।
গতকাল সোমবার (১৩ মে) কারণ দর্শানোর এ চিঠি পাঠানো হলেও আজ মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে।
২০১৮ সালের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষায় টাকার বিনিময়ে উত্তরপত্রে ঘষামাজা করে ফেল করা পরীক্ষার্থীকে পাস করানোর অভিযোগের প্রমাণিত হওয়ার পর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালককে এই চিঠি দেওয়া হলো।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তরপত্রে ঘষামাজা করে ফেল করা পরীক্ষার্থীকে পাস করানোর অভিযোগ ওঠে। শিক্ষা মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত অভিযোগ করেন শ্যামলী সিমু নামের এক অভিভাবক। ওই অভিযোগের তদন্ত করে ঢাকার জেলা প্রশাসন গত বছরের ৮ আগস্ট প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করে।
উত্তরপত্রে ঘষামাজা নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন কেরামত আলীসহ অন্যরা। গত ফেব্রুয়ারি মাসে মাউশির তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। দ্বিতীয় তদন্তেও অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এই তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে মন্ত্রণালয় অধ্যক্ষের বেতনভাতা কেন বন্ধ করা হবে না, তা জানতে চায় মাউশির কাছে।
মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত গতকাল সোমবারের চিঠিতে বলা হয়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল, বনশ্রী ও মুগদা শাখায় ২০১৮ সালে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষার উত্তরপত্রে ঘষামাজাসংক্রান্ত অভিযোগ তদন্ত প্রতিবেদনে প্রমাণিত হওয়ায় কেন অধ্যক্ষের বেতনভাতা বন্ধ করা হবে না, তার কারণ দেখিয়ে অধ্যক্ষের বক্তব্য নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে সুস্পষ্ট মতামতসহ মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।