‘ই-কমার্সের ডাক’ মেলা শুরু শুক্রবার

১ঙয২

ঢাকা ‘ই-কমার্সের ডাক’ মেলা শুরু হচ্ছে আগামী শুক্রবার (১৭ মে)। দুই দিনব্যাপী এই মেলা রাজধানীর প্রধান ডাকঘর জিপিও চত্বরে অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এসব তথ্য জানান মেলার আয়োজক ‘ই-ক্যাপ’ এর সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের মেলায় অর্ধশতাধিক ই-কমার্স প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় ৬টি মিনি প্যাভিলিয়ন ও ৬ প্যাভিলিয়নসহ মোট ৮০ টি স্টল রয়েছে। মেলা প্রাঙ্গণে প্রতিষ্ঠানগুলো পরিবেশিত পণ্যের বিপণন ও সেবা প্রদর্শনের পাশাপাশি সেমিনার এবং ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। ১৮ মে সকাল সাড়ে ৯টায এবং বেলা ১২ টায় মেলায় দুটি সেমিনার অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে মেলার সমন্বয়ক আসিফ আহনাফ, ই ক্যাপ জেনারেল ম্যানেজার মো. মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।