পচা মাংস বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীর দণ্ড

121

পচা মাংস বিক্রির দায়ে রাজধানীর কাপ্তানবাজারের পাঁচ ব্যবসায়ীর প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চারটি দোকান সিলগালাসহ ১৫ মণ পচা মাংস জব্দ এবং একজন ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কাপ্তানবাজারে এই অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযানের কাপ্তান বাজারের প্রতিটি মাংসের দোকান ঘুরে দেখা হয়। এসময় মাংসের মান ও নির্ধারিত দামে মাংস বিক্রি হচ্ছে কিনা তাও দেখা হয়। তবে কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ও পচা মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযানে এর প্রমাণও মিলেছে।’

এসব অপরাধের দায়ে কাপ্তানবাজারের এক দোকানকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাস কারাদণ্ড এবং চারটি দোকান সিলগালাসহ চার জনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।