মানহীন ৫২ পণ্য নিয়ে হয়রানির অভিযোগ দোকান মালিক সমিতির





IMG_20190522_113538

আদালতের নির্দেশে ৫২টি নিম্নমানের পণ্য বস্তায় ভরে সিলগালা করে রাখা সত্ত্বেও ভ্রাম্যমাণ আদালত জরিমানা করছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এই জরিমানা বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২২ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মো. আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন এ দাবি জানান।
তিনি বলেন, ‘আমরা নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের ব্যাপারে উৎপাদনকারী কোম্পানিগুলোকে সময়সীমা বেঁধে দিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারকদের প্রতি অনুরোধ জানাচ্ছি। কারণ, ওই পণ্যগুলো আমরা টাকা দিয়ে কিনেছি। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা থাকায় সেগুলো আমরা বাজারজাত করছি না।’
দোকান মালিক সমিতির সভাপতি বলেন, ‘সেই পণ্যগুলো বস্তায় ভরে সিলগালা করে দোকানের এক কোণে রেখে দেওয়া হচ্ছে, যেন কোম্পানিগুলো তাদের পণ্য ফেরত নিয়ে যায়। কিন্তু তারপরও কোনও কোনও জায়গায় সেই পণ্য ধরে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করছেন দোকানিদের।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।