‘ছাত্র রাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে ছাত্রলীগ’

01ছাত্র রাজনীতির ইতিহাসকে ছাত্রলীগ কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ। শুক্রবার (২৪ মে) রাজধানীর পুরানা পল্টনের একটি রেস্তোরাঁয় ‘বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এখলাছুর রহমান রিয়াদ বলেন, ‘কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রক্তাক্ত কাণ্ড ঘটিয়েছে তা ছাত্র রাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে। এভাবে একটা সংগঠনের কাছে গোটা শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীরা জিম্মি থাকতে পারে না। ’ তিনি অবিলম্বে ছাত্র রাজনীতির নামে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানান।
অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহ-সাংগঠনিক সম্পাক মুফতি নাসিরুদ্দিন খান, প্রচার সম্পাদক মাওলানা যাইনুল আবেদীন, ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হুজাইফা ইবনে ওমর, প্রশিক্ষণ সম্পাদক রেদওয়ান মাজাহারী, ছাত্রদল, ছাত্র খেলাফত, ছাত্র আন্দোলন, ছাত্র সমাজ ও ছাত্র মজলিসের নেতারা উপস্থিত ছিলেন।