‘ইউজিসি আইনে র‌্যাংকিং করার ক্ষমতা নেই’

আবদুল মান্নান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং প্রসঙ্গে বলেছেন,  ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইনে র‌্যাংকিং করার ক্ষমতা নেই। কিন্তু অ্যাক্রিডিটেশন কাউন্সিলে পুরোপুরি কার্যকর হলে তারা ভবিষ্যতে এটা করতে পারবে। তবে আমি মনে করি, মঞ্জুরি কমিশন কিংবা অ্যাক্রিডিটেশন কাউন্সিলে করার চেয়ে তৃতীয় পক্ষ কেউ যদি করে, তাহলে তা জনগণের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং’  শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। সোমবার (২৭ মে) বিকালে শুরু হয়েছে বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকার সব পাবলিক বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করে। প্রাইভেট ইউনিভার্সিটি নিজেও যদি র‌্যাংকিং করতে যায় তাহলে একটা সংঘাত, সংলাপ, টেনশন সৃষ্টি হতে পারে।’

আগামীতে র‌্যাংকিংয়ের বিষয়ে মঞ্জুরি কমিশনের পদক্ষেপ সম্পর্কে  তিনি  বলেন,  ‘এখন মঞ্জুরি কমিশনের উদ্যোগে অ্যাক্রিডিটেশন কাউন্সিলে কাজটা মাত্র শুরু করেছে। পুরোপুরি কাজ শুরু করতে আরও সময় লাগবে। ভারতে, ব্রিটেনে অনেকগুলো র‌্যাংকিং এজেন্সি আছে। কিন্তু ব্রিটেনে যারা হাইয়ার এডুকেশন কাউন্সিল অর্থায়ন করে, কিন্তু তারা কিন্তু র‌্যাংকিং করে না। কিছুটা নিরপেক্ষ থাকার জন্য তৃতীয় পক্ষ কাউকে দিয়ে করায়। মঞ্জুরি কমিশনের বর্তমান আইনে এটা করা সম্ভব নয়।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সলিমুল্লাহ খান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক তানবীর আহমেদ চৌধুরী, গবেষণা প্রতিষ্ঠান ওআরজি কোয়েস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মনজুরুল হক, ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইডি) প্রধান নির্বাহী সাঈদ আহমেদ, ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন। ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি আয়োজিত হয়েছে।