ঢাকা বারে জালিয়াতি চক্রের তিন সদস্য আটক

জাল ওকালতনামা, হাজিরা ও জামিননামার কাগজঢাকা আইনজীবী সমিতির আদালতের কাজে ব্যবহৃত ওকালতনামা, হাজিরা ও জামিননামা কাগজ জালিয়াতি চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার ( ২৮ মে) দুপুরে আদালত চত্বর থেকে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির টাউট উচ্ছেদ কমিটির সদস্যরা তাদের আটক করেন। তারা হলো, হীরা বেপারী, আবু ইউসুফ মজুমদার সাইফুল ও লাভলী আক্তার। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। চক্রের সদস্যদের মধ্যে জসিম ও জোবায়ের নামে দু’জন পলাতক রয়েছে। এ ঘটনায় ঢাকা আইনজীবী সমিতির সেক্রেটারি আসাদুজ্জামান খান রচি বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
আটককৃতদের কাছ থেকে জাল ওকালতনামা অটোমেটিক সিরিয়াল মেশিন, সাবেক সেক্রেটারির সিল, সাবেক এজিএসের সিল, বর্তমান সেক্রেটারির সিল, ঢাকা আইনজীবী সমিতির গোল সিল, ৫ টাকা মূল্যর ৫৫০টি জাল কোর্ট ফি, ১০ টাকার জাল কোর্ট ফি ৩০টি, ২০ টাকা মূল্যের কোর্ট ফি ২৫০টি ও ২ হাজার জাল জামিননামা কাগজসহ ৫০টি ইয়াবা জব্দ করা হয়।
এ বিষয়ে আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম খলিল বলেন, দীর্ঘদিন ধরে এ চক্রের সদস্যরা জাল ওকালতনামা, হাজিরা ও জামিননামা কাগজসহ নকল কোর্ট ফি তৈরি করে আইনজীবীদের কাছে বিক্রি করে প্রতারণা করে আসছে।
কার্যনির্বাহী কমিটির অপর সদস্য তানভীর আহমেদ সজিব বলেন, ওকালতনামা, জামিননামা ও হাজিরা কাগজগুলো সাধারণত আইনজীবী সমিতির মাধ্যমে ছাপা হয়। যেকোনও আইনজীবীকে মামলার কাজে এসব কিনতে হয়। এ টাকা সকল আইনজীবীর ফান্ডে জমা হয়। প্রতারক চক্র জাল করে এগুলো বিক্রি করায় আইনজীবীরা এ টাকা থেকে বঞ্চিত হয়।