রাজউকের সাবেক তত্ত্বাবধায়কসহ সাত জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

দুদকউত্তরা মডেল টাউনের একটি প্লট আত্মসাতের মামলায় রাজউকের সাবেক তত্ত্বাবধায়ক (আইন) মো. মেরাজ আলীসহ সাত জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩০ মে) এ অনুমোদন দেওয়া হয় বলে জানান দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
এ বিষয়ে গত বছরের ১৪ আগস্ট রাজধানীর মতিঝিল থানায় মামলা হয়। মামলার অন্য আসামিরা হলেন, নুর জাহান বেগম, মোস্তফা জামান, মোস্তফা কামাল, মোস্তফা মহসিন, মিজানুর রহমান ও নিলুফা রহমান।