বিএসএমএমইউ’র ভেতর থেকে ‘বোমাসদৃশ বস্তু’ উদ্ধার

d0b0b7ad36a33a9043b2f72f0e287777-581cb07a14b6b
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতর থেকে ‘বোমাসদৃশ বস্তু’ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলা থেকে এটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রার রুমের সামনে একটি কাচের বোতলে পেট্রোল ভরা বোমাসদৃশ বস্তু দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।

কে বা কারা, কী উদ্দেশ্যে এটি রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে পেট্রোলবোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছি। আসলে পেট্রোলবোমা কিনা এবং কারা কী কারণে রেখেছিল তা তদন্তে বেরিয়ে আসবে। এর আগে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।’