পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় গুরুত্ব সাঈদ খোকনের



৫৫৫পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় নগর কর্তৃপক্ষ কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, এ জন্য যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান কাজ করবে তাদের ডিএসসিসির পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৬ মে) বিকালে পুরান ঢাকার নর্থসাউথ রোডে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ঘোষণা দেন।
সাঈদ খোকন বলেন, ‘রাস্তা-ঘাট উন্নয়ন করে যাচ্ছি। খেলার মাঠ-পার্কসহ অন্যান্য উন্নয়ন কাজ চলছে। এর সঙ্গে আমরা পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে চাই।’ ঈদ আনন্দ মিছিল আগামীতে আরও এগিয়ে নেওয়ায় কাজ করা হবে বলেও জানান তিনি।
ঢাকা নাগরিক সমাজ আয়োজিত এই ঈদ আনন্দ মিছিলের আগে সংগঠনের সভাপতি মুহাম্মদ শহিদ হুসেন সাঈদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।