‘নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু’

অমরজিভা লোচানসাউথ অ্যান্ড সাউথ-ইস্ট এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব কালচার অ্যান্ড রিলিজিয়নের (এসএসইএএসআর) সভাপতি অমরজিভা লোচান বলেন, ‘এসএসইএএসআর একটি বড় আঞ্চলিক সংস্থা। ১৮-১৯টি দেশ থেকে স্কলাররা এই সম্মেলনে আসেন। ৬০টির মতো দেশ এতে অংশগ্রহণ করে। বাংলাদেশকে পশ্চিমা মিডিয়া নেতিবাচকভাবে তুলে ধরায় এবার মাত্র ৩০টি দেশের অংশগ্রহণ নিশ্চিত করতে পেরেছি। এবার আমরা নদী বিষয়ে সম্মেলন করতে যাচ্ছি। নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘নদী ও ধর্ম’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১১ জুন) বিকালে রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিওতে শুরু হয় সাপ্তাহিক এই আয়োজন।  

নদী ও ধর্ম প্রসঙ্গে তিনি বলেন,  ‘বাংলাদেশ হাজার নদীর দেশ। অন্য কোনও দেশকে এভাবে হাজার নদীর দেশ বলা হয় না। আমরা ধর্ম চর্চা করি, কিন্তু ধর্মের ভেতরে যাই না। ভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতিকে আমরা সম্মেলনের মাধ্যমে তুলে ধরি।’ 

মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিয়েছেন– ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস এবং নদী ও পানিসম্পদ বিষয়ক গবেষক ড. আইনুন নিশাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শাহনেওয়াজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক শাহনাজ হুসনে জাহান, অধ্যাপক সুমন রহমান ও বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ।    

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন। ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি আয়োজিত হয়েছে। 

আরও পড়ুন:  ‘বুড়িগঙ্গা একটি তীর্থস্থান ছিল’

                  ‘নদীর তীর ঘেঁষেই সভ্যতার বিকাশ হয়েছে’ 

                  শুরু হলো ‘নদী ও ধর্ম’ শীর্ষক বৈঠকি