ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষাবরণ



মাসব্যাপী কড়া রোদের তীব্রতা শেষে ভোর থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা। কখনও গুঁড়িগুঁড়ি বৃষ্টি।  দুলকি চালের ভেজা বাতাস উদাসী করে তোলে মনকে। ক্যাম্পাসের এখানে ওখানে কদমের ডালে ডালে হাসি ফুটেছে। বকুলতলা সেজেছে নীলাম্বরী সাজে। বুঝতে অসুবিধা হয় না, বর্ষা এসে গেছে। হ্যা, আষাঢ়স্য প্রথম দিবস আজ। নানা আয়োজনে প্রতিবারের মতো এবারও দিনটিকে বরণ করে নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

শনিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ‘বর্ষা উৎসবের’ আয়োজন করেছে সত্যেন সেন শিল্পগোষ্ঠী। আলোচনা, সংগীত, নৃত্য, আবৃত্তিসহ পরিবেশ রক্ষায় বিনামূল্যে গাছের চারা বিতরণসহ বৈচিত্র্যময় নানা কর্মসূচির মাধ্যেমে দিনটিকে বরণ করে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের এক পর্যায়ে উদয়ন স্কুলের কিছু শিক্ষার্থীর মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান।