পঞ্চগড়ে হচ্ছে এক লাখ আম গাছের বাগান

গুলশানে ফিতা কেটে উদ্বোধন করা হয় অ্যাগ্রোভিত্তিক প্রতিষ্ঠান গ্রিনাটিক লিমিটেড এর শুভ যাত্রা

পঞ্চগড়ে স্থাপিত হচ্ছে ২৫০ একর জমির ওপর বিশাল এক আমবাগান। এই বাগানে এক লাখ আমগাছ লাগানো হবে। ৪টি উন্নত জাতের আম চাষের লক্ষ্য নিয়ে  ‘আমের বাড়ি’ শীর্ষক এ প্রকল্পের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো কৃষি বাণিজ্যভিত্তিক প্রতিষ্ঠান গ্রিনাটিক লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, এটি দেশের বৃহত্তম আমের বাগান।

রবিবার (১৬ জুন) গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্টিসানের চেয়ারম্যান আনিতা গোমেজ, গ্রিনাটিক লিমিটেডের চেয়ারম্যান আলি আহমেদ রাসেল, ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস, হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান, যুগ্ম কমিশনার (কর) মোসাদ্দেক হোসেন, নীলফামারী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোহাম্মদ মারুফুজ্জামান কোয়েল, ড. মোস্তাফিজুর রহমান, জালাল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে গ্রিনাটিক লিমিটেডের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘এটি এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ একটি আমের বাগান হতে যাচ্ছে। এখানে আম গাছের পরিমাণ হবে ১ লাখ। আমাদের জানা মতে, এশিয়ার সর্ববৃহৎ আমের বাগানটি ভারতের রিলায়েন্স গ্রুপের। যাতে আম গাছের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার। তবে, শুধু বাগানই নয়, আমাদের এখানে আরও থাকছে প্রজাপতির বাগান, পক্ষীশালা, ক্যাকটাস গার্ডেন এবং আকর্ষণীয় রিসোর্ট।”


গ্রিনাটিক জানায়, এ প্রকল্পের আওতায় চলতি বছর ২০১৯ সালের মধ্যে বিশ হাজার আম গাছ রোপণ করা হবে।  ২০২১ সালের মধ্যে ১ লাখ আম গাছ রোপণ সম্পন্ন হবে। পাশাপাশি ২০২৩ সালের মধ্যে প্রকল্পের পাঁচ হাজার মালিকের জন্য ইকো রিসোর্টটিও উন্মুক্ত হবে।