বনানীতে দুই রেস্টুরেন্ট ও এক ফার্মেসিকে জরিমানা

ছবি (ইন্টারনেট থেকে নেওয়া)রাজধানীর বনানীর একটি ফার্মেসি ও দুটি রেস্টুরেন্ট মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, বনানীর বাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে জাহানারা ফার্মেসিকে ৩০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অপরাধে ডে-নাইট রেস্টুরেন্টকে ৩০ হাজার, নিউ স্টার রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) না লেখায় লাকি স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের তত্ত্বাবধানে সহকারী পরিচালক আফরোজা রহমান ও মো. আবদুল জব্বার মণ্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।