এলপি গ্যাসের দাম নির্ধারণে বিইআরসি’র পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

হাইকোর্ট ও বিইআরসি





এলপি গ্যাসের দাম নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কী কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে বিইআরসিকে প্রতিবেদন আকারে ওই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

পরে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে ২০১৬ সালে একটি রিট দায়ের করা হয়েছিল। সেই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন এবং মূল্য নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পদক্ষেপ জানতে চান। কিন্তু এরপর প্রায় তিন বছর কেটে গেলেও বিইআরসি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে তাদের পদক্ষেপ সম্পর্কে আদালতকে জানায়নি। তাই আজ হাইকোর্টে আরেকটি আবেদন করে বিইআরসি মূল্য নির্ধারণে কী কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চাওয়া হয়। শুনানি নিয়ে আদালত বিইআরসিকে আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।