শাহজালালের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে যুক্তরাজ্য





হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করছে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট (ডিএফটি)। তিন দিনের এ পর্যবেক্ষণ বা অডিট কার্যক্রম শুরু হয়েছে গতকাল মঙ্গলবার (১৮ জুন)।
ডিএফটির দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের দূতাবাসের এক কর্মকর্তাও আছেন এই দলে।
সূত্র জানায়, প্রথম দিন মঙ্গলবার শাহজালালের কার্গো এলাকার নিরাপত্তাব্যবস্থা মূল্যায়নের মধ্য দিয়ে অডিট কার্যক্রম শুরু করা হয়। বুধবার (১৯ জুন) বিমানবন্দরের ইউকে ফ্লাইট ব্যবস্থা পর্যবেক্ষণ করেন প্রতিনিধিরা। বৃহস্পতিবার (২০ জুন) বিমানবন্দরের টার্মিনালের নিরাপত্তাব্যবস্থা মূল্যায়ন করবে সংস্থাটি। 
সূত্র জানায়, পর্যবেক্ষক দলের সদস্যরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠকও করবেন।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. নাইম হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করছেন। আশা করছি, এতে নিরাপত্তাব্যবস্থার উন্নতির বিষয়গুলো উঠে আসবে।’