শিগগিরই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে: আরেফিন সিদ্দিক





২২২ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা করছেন। আশা করছি, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।’
বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভার আয়োজন করে প্রোটেস্ট অ্যাগেইনস্ট মাইনোরিটি টর্চার ইন সাউথ এশিয়া।
আরেফিন সিদ্দিক বলেন, ‘পাকিস্তানের কারণে আমরা একসময় একশ’ ভাগ মানুষ শরণার্থী ছিলাম। কিন্তু ভারত আমাদের সাহায্য করেছে। তেমনি মিয়ানমারের রোহিঙ্গারাও বাংলাদেশে এসেছে। ভারত যেমন আমাদের সাহায্য করেছে, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রোহিঙ্গাদের সাহায্য করে মহানুভবতার পরিচয় দিয়েছেন।’
তিনি বলেন, ‘আমাদের দেশের মানুষ যেন আর কখনও শরণার্থী না হয় এবং আমাদের সম্পদ যেন নষ্ট না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সচিব আজিজুর রহমান আজিজ, সংগীতশিল্পী ফকির আলমগীর প্রমুখ।