কর্মসূচি স্থগিত করেছে ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির পরিচালক মাহাবুব আলম।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। সামীম মোহাম্মদ আফজাল পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও তারা দিয়েছিলেন।

কর্মসূচি স্থগিত প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাহাবুব আলম বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী এবং সচিব সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পরিস্থিতি নিরসনে এবং একটি সম্মানজনক সমাধানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে। 

এই পরিচালক আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি আস্থা রেখে আমরা আমাদের সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করছি।

গত ১৮ জুন থেকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি দিয়েছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে গত ১০ জুন তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় ধর্ম মন্ত্রণালয়।