ঢাবি বিশ্ব র‌্যাংকিংয়ে ৮০১, এশিয়ায় ১২৭তম: ঢাবি ভিসি

কিইউএস র‌্যাংকিংয়ে ঢাবিঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিশ্ব র‌্যাংকিংয়ে ৮০১তম এবং এশিয়াতে ১২৭তম হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং মূল্যায়ন প্রতিষ্ঠান কিউএস-এর জরিপের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি এই তথ্য প্রকাশ করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘বৃহস্পতিবার (২০ জুন) কিউএস আমাদের চিঠি দিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্বে ৮০১তম এবং এশিয়াতে ১২৭তম স্থান অধিকার করেছে। শতবর্ষকে সামনে রেখে আমরা বিশ্ববিদ্যালয়কে সাজাচ্ছি। আমাদের অনেকগুলো প্রয়াস থাকবে, যাতে বিশ্ববিদ্যালয়কে ক্রমান্বয়ে সামনের দিকে নিয়ে যেতে পারি। তবে, আমরা অবশ্যই সমালোচনা গ্রহণ করবো। আমাদের নীতি, দর্শন ও বিশ্ববিদ্যালয়ের মৌলিক চেতনা রয়েছে; কীভাবে আরও এটি সম্প্রসারণ ঘটাতে পারি। সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র অধ্যাপককে আহ্বায়ক করে একটি ‘তথ্য সেল’ গঠন করবো। আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। যাতে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সব তথ্য-উপাত্ত সেই সেলে থাকে।’’