সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে দুদকের জিজ্ঞাসাবাদ

আসাদুল হাবিব দুলু

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুলু লালমনিরহাট-৩ আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন।

সোমবার (২৪ জুন) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টায়  অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক শাহজাহান মিরাজ তাকে জিজ্ঞাসাবাদ শুরু  করেন। ঘণ্টাব্যাপী এই জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক সূত্র জানায়, আসাদুল হাবিব দুলু বিএনপির শাসনামলে লালমনিরহাট ও রংপুর অঞ্চলে টেন্ডার নিয়ন্ত্রণ  ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এই অভিযোগ প্রাথমিকভাবে যাচাইয়ের পর অনুসন্ধানের জন্য আমলে নেয় দুদক।