ডিআইজি মিজানের খোঁজে দুদকের অভিযান

ডিআইজি মিজানুর রহমান (ফাইল ফটো)

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলার আসামি পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের সন্ধানে দুর্নীতি রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে দমন কমিশনের (দুদক) দু’টি টিম। দুদকের ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। রাজধানীর বেইলি রোডসহ বিভিন্ন স্থানে এ অভিযান চলে।

এদিকে, ঘুষ লেনদেন নিয়ে প্রচারিত অডিওতে পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের কথোপকথন আছে। আর মিজান অনুসন্ধান ও মামলা থেকে বাঁচতে বাছিরকে ঘুষ হিসেবে ৪০ লাখ টাকাই দিয়েছেন বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মিজান-বাছিরের কণ্ঠস্বর পরীক্ষা করতে ঘুষ লেনদেনের অডিও পাঠানো হয়েছিল জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র বা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি)। এনটিএমসি  দুদককে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে অডিও’র কণ্ঠস্বর মিজান আর বাছিরের। এনটিএমসি আজকালের মধ্যে অডিও’র বিষয়ে প্রতিবেদন জমা দেবে।