আমরণ অনশনের ঘোষণা ছাত্রলীগের পদবঞ্চিতদের

1

চার দফা দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি থেকে শুক্রবার (২৮ জুন) দুপুরে নতুন করে এই ঘোষণা দিয়েছেন তারা। এর আগে, একই স্থানে তারা টানা এক মাস তিন দিন থেকে  অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীদের চার দফা দাবিগুলো হলো— প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ, বিতর্কিত সব নেতাকে বহিষ্কার, বিক্ষুব্ধদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে বিতর্কিতদের জায়গায় পদায়ন এবং মধুর ক্যান্টিন ও টিএসসিতে বিক্ষুব্ধদের ওপর হামলার বিচার করা। 

আন্দোলনের মুখপাত্র রাকিব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দাবি আদায়ের বিষয়ে আমরা টানা এক মাস তিনদিন অবস্থান কর্মসূচি পালন করছি। কিন্তু কেউ আমাদের দাবি মেনে নেয়নি, এমনকি খোঁজখবরও নেয়নি। তাই দাবি আদায়ের লক্ষ্যে ফের নতুন কর্মসূচি আমরণ অনশনে বসেছি।’  

গত কমিটির প্রচার সম্পাদক সাইফ বাবু বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’