ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে যত আয়োজন





ঢাবিঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ প্রতিবছরের মতো এবারও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। রবিবার (৩০ জুন) সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচির বিষয়ে জানান উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
১ জুলাই সোমবার বিশ্ববিদ্যালয়ের ৯৮তম দিবসের প্রতিপাদ্য ‘গুণগত শিক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ’।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। প্রতিপাদ্য বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করবেন ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। দিনের শুরুতে সকালে কেক কাটা হবে। এরপর চলবে বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের পরিবেশনায় উদ্বোধনী সংগীত পরিবেশন। পরে প্রশাসনিক ভবনসংলগ্ন মল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।
এদিন প্রকাশিত স্মারক সংকলনের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দুর্লভ পাণ্ডুলিপি প্রদর্শন, কার্জন হল ভবনের উত্তর-পূর্ব বারান্দায় বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্ভাবিত চিকিৎসা প্রযুক্তির যন্ত্রপাতি প্রদর্শনী, চারুকলা অনুষদের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ডাকসুর উদ্যোগে শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা, সাইকেল শোভাযাত্রা এবং সাংবাদিক সমিতির সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন থাকবে।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আলোকসজ্জাসহ ৩টি গুরুত্বপূর্ণ প্রবেশপথে তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়া সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল নিজস্ব কর্মসূচি হাতে নিয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে হল, ইনস্টিটিউট ও অন্যান্য অফিস যথারীতি খোলা থাকবে।