ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ঢাবি শিক্ষার্থী আটক




ঢাবি শিক্ষার্থী হিজবুল্লাহছিনতাই মামলার আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ জুলাই) শাহবাগ থানার পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরকার। ওই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিজবুল্লাহ।

অভিযোগ রয়েছে, হিজবুল্লাহ বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাই চক্রের প্রধান। তার নেতৃত্বে এই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। তার নেতৃত্বাধীন চক্র সোহরাওয়ার্দী উদ্যানসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ছিনতাই করে বেড়ায়। গত তিন-চার দিন আগে হিজবুল্লাহর বিরুদ্ধে একটি ছিনতাইয়ের মামলা হয়। মামলা হওয়ার পরে রাতে পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই শিক্ষার্থীর বিরুদ্ধে তিন-চার দিন আগে একটি ছিনতাইয়ের মামলা হয়। অবশেষে আজ তাকে আটক করা হয়।’

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই শিক্ষার্থী ছিনতাইয়ের মূলহোতা। তার বিরুদ্ধে মামলা হওয়ার পরে পুলিশ তাকে আটক করেছে। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনও ছাড় নেই।’