দুই দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের

দুই দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদেরঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা দুই দফা দাবিতে নীলক্ষেত মোড়ে রাস্তা অবরোধ করেছেন। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল পৌনে ১১টা থেকে অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। ফলে সায়েন্সল্যাব থেকে আজীমপুর, নীলক্ষেত থেকে বিশ্ববিদ্যালয়ের দিকের রাস্তায় গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে এবং মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

আন্দোলনকারীদের দুই দফা দাবি হলো−যারা পরীক্ষায় ফেল করেছেন তাদের মানোন্নয়ন পরীক্ষার সুযোগ দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম শিথিল করে সিজিপিএ-২ এর নিচে থাকা শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার সুযোগ দিতে হবে।দুই দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের

এ বিষয়ে তিতুমীর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মামুন হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা  প্রথম বর্ষ পরীক্ষা দিয়ে এখনও দ্বিতীয় বর্ষে উঠতে পারি নাই। মাঝামাঝি অবস্থায় ঝুলে আছি। আমাদের সঙ্গে যারা পরীক্ষা দিয়েছেন তাদের বেশিরভাগই ফেল করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে বলেছে, সিজিপিএ-২ পয়েন্টের নিচে থাকলে দ্বিতীয় বর্ষে উঠতে পারবেন না। প্রশাসনের এ ধরনের নিয়মের জন্য অধিকাংশ শিক্ষার্থী ফেল করেছেন।’ 

এ বিষয়ে লালবাগ থানার পুলিশ ইন্সপেক্টর শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীদের আমরা সরে যাওয়ার অনুরোধ করেছি। কিন্তু তারা তাদের দাবি আদায়ের বিষয়ে অনড়। রাস্তা অবরোধ করে রাখায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো কর্তৃপক্ষকে না বলে রাস্তায় অবরোধ করে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না। তাদের দাবিগুলোর বিষয়ে আমরা ভাবছি।’