দাবি মেনে নেওয়ায় সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

 

অবরোধ প্রত্যাহারের পরের ছবি

দুই দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলন থেকে সরে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা৷ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলনে ছিলেন তারা৷ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন তারা।

আন্দোলনে থাকা শিক্ষার্থী আবু বকর বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন৷ 

তাদের দাবিগুলো হলো- যারা পরীক্ষায় ফেল করেছে, তাদের মান্নোয়নের সুযোগ দিতে হবে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম শিথিল করে জিপিএ ২ এর নিচে থাকা শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার সুযোগ দিতে হবে৷ 

সকালের অবরোধের ছবি

প্রক্টরের সঙ্গে বৈঠক শেষে  আন্দোলনকারী শিক্ষার্থী আবু বকর বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমাদের মূল দাবি ছিলো মূলত একটি৷ ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থীরা গণহারে ফেল করেছে৷ সেখানে অনুত্তীর্ণ হওয়ার সংখ্যা বেশি৷ আমরা বৈঠকে প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম যারা অনুত্তীর্ণ হয়েছে, তাদের জন্য যেন একটি বিশেষ পরীক্ষা নেওয়া হয়৷ যাতে তারা একটি বছর পিছিয়ে না পড়ে৷

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীর বরাত দিয়ে এই শিক্ষার্থী আরও বলেন, 'স্যার আমাদের দাবি মেনে নিয়েছেন৷ তিনি বলেছেন শিক্ষার্থীদের কোনও সেশনজট হবে না এবং এটি সম্পর্কে অতিদ্রুত নোটিশবোর্ডে জানিয়ে দেওয়ার আশ্বাস দেন৷ তাই আমরা আজকে আন্দোলন থেকে সরে যাচ্ছি৷ তবে সঠিক সময়ে দাবি আদায় না হলে আবারও আন্দোলনে যাওয়ার কথাও জানান তিনি ৷

এর আগে, সকাল ১১টা থেকে টানা প্রায় আড়াই ঘণ্টার বেশি সময় ধরে রাস্তা অবরোধের পর ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনকারীরা।