রাজউক মডেল কলেজে শতভাগ পাস

রাজউক মডেলএইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার রাজউক উত্তরা মডেল কলেজে পাসের হার শতভাগ। এ বছর মোট এক হাজার ৫৮৯ পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ১২২ পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে।

গত বছর রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এক হাজার ৫৩৯ জন শিক্ষার্থীর মধ্যে এক হাজার ৫৩৮ জন শিক্ষার্থী পাস করেছিল। মাত্র একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিল। জিপিএ ফাইভ পেয়েছিল ৭৫৫ জন শিক্ষার্থী।

এবারের পরীক্ষার ফলে কলেজ কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। কর্তৃপক্ষ জানায়, গত বছরের তুলনায় এ বছর জিপিএ ফাইভের হার ২০ শতাংশ বেশি।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সার্বিক পাসের হার ৭৩.৯৩ শতাংশ। এবার জিপিএ ফাইভ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডে পাসের হার ৭১.০৯ শতাংশ।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের www.dhakaeducationboard.gov.bd এবং www.educationboard.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ই-মেইলে কেন্দ্র বা প্রতিষ্ঠানের রেজাল্ট শিটের সফট কপি পাঠানো হবে। বোর্ড থেকে ফলের হার্ডকপি সরবরাহ করা হবে না। পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd) থেকে ফল জানতে পারবে। গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় মে মাসের মাঝামাঝি।