ফুটওভার ব্রিজ রেখে রাস্তা পার (ভিডিও)



রাজধানীতে ব্যস্ত শহরে রাস্তা পারাপারের জন্য একটি নিরাপদ মাধ্যম হলো ফুটওভার ব্রিজ। কিন্তু প্রায়ই এগুলো রেখে মানুষ সড়ক বিভাজকের রেলিং টপকে ও ঝুঁকির্পূণভাবে রাস্তা পার হয়ে থাকেন। ঢাকার কয়েকটি সড়কে এমন চিত্র দেখা যায়।

ফুটওভার ব্রিজ থাকতেও রাস্তা দিয়ে পার হওয়ার কারণ জানতে চাইলে পথচারীদের কেউ বলেন, ‘ভুল করে চলে এসেছি!’ কারও মুখে শোনা গেলো, ‘সবাই আসছে, তাই এসেছি।’ অনেকে আবার অজুহাত দেখালেন, ‘কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে তাই ব্রিজ ব্যবহার করিনি।’

এ প্রসঙ্গে সার্জেন্ট (ট্রাফিক পশ্চিম, তেজগাঁও জোন) জাকারিয়া হোসেন বাংলা ট্রিবিউনকে হতাশা নিয়ে বলেন, ‘ফুটওভার ব্রিজের ওপর দিয়ে না যাওয়ার প্রবণতা আছে অনেকের মধ্যে। কীভাবে বললে মানুষ এই নিয়ম মানবেন তা আমরা নিজেরাও ভেবে পাচ্ছি না।’

ভিডিও: তামজিদা তুবা