গ্রামীণ কমিউনিকেশনসের চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবি

গ্রামীণ কমিউনিকেশনসের চাকরিচ্যুত কর্মীদের সংবাদ সম্মেলন

গ্রামীণ কমিউনিকেশনসের চাকরিচ্যুত ও বেতন বন্ধ রাখা কর্মীদের স্ব-পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে গ্রামীণ কমিউনিকেশনস শ্রমিক কর্মচারী ইউনিয়ন। রবিবার (২১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে গ্রামীণ কমিউনিকেশনস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মনিরুল আলম বলেন, ‘গ্রামীণ কমিউনিকেশনস ন্যায়নীতির তোয়াক্কা না করে শ্রম আইন ২০০৬ ও শ্রম বিধিমালা ২০১৫ অনুসরণ না করে, আমাদের কর্মীদের অবৈধভাবে চাকরিচ্যুত করা হচ্ছে। আমাদের কোনও কর্মীকে যেন অবৈধভাবে চাকরিচ্যুত করা না হয় এবং চাকরি ফেরত দিয়ে তাদের যেন স্ব-স্ব অবস্থানে বহাল রাখা হয়, তার জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।’

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘আমরা ২২ বছর যাবৎ এ প্রতিষ্ঠানে চাকরি করে আসছি। কিন্তু আমাদের কোনও সার্ভিস বুক, ছুটির রেজিস্টার, কাজের সুষ্ঠু পরিবেশ, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, নিয়মিত রাতে কাজ করানো হলে নাইট টিফিন বা ভাতার ব্যবস্থা, পে-স্কেল প্রদান, ইনক্রিমেন্ট, পাঁচ শতাংশ লভ্যাংশ প্রদানের কথা শ্রম আইন ২০০৬ থাকলেও আমাদের প্রতিষ্ঠানে তা মানা হয় না। আমরা বিভিন্ন সময় কর্তৃপক্ষের কাছে মৌখিক ও লিখিতভাবে সুযোগ-সুবিধার কথা জানালে, তারা চাকরি ছেড়ে চলে যেতে বলেন। এমতাবস্থায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন ও সালাউদ্দিন স্বপন প্রমুখ।