পথের জীবন (ভিডিও)


ইট, পাথর আর অট্টালিকার শহরে সবার মাথার ওপর ছাদ থাকে না। কিছু মানুষের বসবাস খোলা আকাশের নিচে, ফুটপাতে। এদের সবাই নিম্ন আয়ের মানুষ। পথেই তাদের সংসার।

রক্তের সম্পর্ক না থাকলেও একে অপরের সঙ্গে থাকা, খাওয়া ও জীবনচলা। এক চুলায় রান্না হয় সবার। আকাশ কালো হয়ে এলে বৃষ্টির পানি এড়াতে প্লাস্টিক দিয়ে ঘর মুড়ে দেন তারা। ক্লান্তি দূর করতে পথের ওপর গা এলিয়ে শান্তির ঘুমে মগ্ন থাকেন ভাসমান মানুষেরা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত বস্তি শুমারি ও ভাসমান লোক গণনা জরিপ ২০১৪ অনুযায়ী, দেশে ছিন্নমূল বা ভাসমান মানুষ ১৬ হাজার ৬২১ জন।

শুমারি অনুযায়ী, ১৭ বছরের ব্যবধানে ভাসমান বা ছিন্নমূল মানুষের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। ১৯৯৭ সালে ভাসমান মানুষ ছিল ৩২ হাজার ৮১ জন। ২০১৪ সালের পর আর শুমারি হয়নি।

ভিডিও প্রতিবেদন: সাদ্দিফ অভি