রেণুকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার চার

তাসলিমা বেগম রেণুবাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেণু হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম বাচ্চু (২৫)। সোমবার (২২ জুলাই) সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো চারে। এর আগে রবিবার (২১ জুলাই) রাতে বাপ্পী, জাফর ও শাহিনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার চার জনকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘চার জনকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।’

তিনি আরও বলেন, ‘গণপিটুনির ঘটনার নেতৃত্ব দেওয়া হৃদয় নামের যুবককে গ্রেফতার করা সম্ভব হয়নি। উত্তর বাড্ডায় হৃদয় তার বাবা হানিফ আলীর সবজির দোকানে কাজ করে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’

উল্লেখ্য, গত শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেণুকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। ওইদিন সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডা কাঁচাবাজারের সড়কে এ ঘটনা ঘটে। নিহত রেণুর স্বজনদের দাবি, মেয়েকে স্কুলে ভর্তি করাবে বলে খোঁজ নিতে বাড্ডার একটি স্কুলে গিয়েছিলেন রেণু এবং সেখানে গণপিটুনির শিকার হন। 

আরও পড়ুন:
ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা: এমন নির্মমতা মানতে পারছেন না কেউ