৭ কলেজের অধিভুক্তি বাতিল আন্দোলনে ডাকসুর পূর্ণ সমর্থন





সরকারি ৭ কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিলের আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছে ডাকসু।
সোমবার (২২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসুর ভিপি নুরুল হক ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ সমর্থনের কথা জানানো হয়।
এতে বলা হয়, ডাকসু শিক্ষার্থীদের সব যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবির প্রতি শ্রদ্ধাশীল।
বিবৃতিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশের বাইরে থাকায় ৭ কলেজের অধিভুক্তি নিয়ে কোনও কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। তিনি দেশে ফিরলে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এ অবস্থায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।