সারাদেশে গাছ লাগাতে অনন্য উদ্যোগ

গাছ লাগানো কর্মসূচি ২০০১ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন সবাই। একই স্কুলে না পড়লেও ফেসবুকের কল্যাণে দেশ-বিদেশে ছড়িয়ে ছিটেয়ে থাকা সবাই বন্ধু। ফেসবুক গ্রুপ সবাইকে এক করছে বন্ধুত্বের বন্ধনে। সেই বন্ধনের সূত্র ধরে আজ শুক্রবার দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুরা একযোগে গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ বাংলাদেশ ফেসবুক গ্রুপের এডমিন মুহিত রহমান চৌধুরী বন্ধুদের উদ্দেশে পোস্ট করেন সবাই একযোগে সারাদেশে গাছ লাগাতে। গ্রুপের সদস্যরাও সানন্দে উদ্যোগ নেন গাছ লাগানোর।
শুক্রবার (২৬ জুলাই) বিকালে চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এ কর্মসূচিতে এক হাজার গাছ দিয়ে সহায়তা করে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী গাছ লাগিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন।গাছ লাগানো কর্মসূচি
সামাজিক যোগাযোগের মাধ্যমে বন্ধুদের মাধ্যমে গাছ লাগনোর এ উদ্যোগকে স্বাগত জানান চৌধুরী হাসান মাহমুদ হাসনী। তিনি বলেন, সবাই মিলে গাছ লাগালে দেশের প্রাকৃতিক সৌন্দর্য্য বৃদ্ধি পাবে। একই সঙ্গে দেশের পরিবেশের উন্নয়ন ঘটবে।
এ উদ্যোগ প্রসঙ্গে এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ বাংলাদেশ ফেসবুক গ্রুপের এডমিন মুহিত রহমান চৌধুরী বলেন, আমরা চেয়েছি আমাদের বন্ধুত্বকে কাজে লাগিয়ে সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতে। আমরা শুধু নিজেদের কথাই ভাবছি না, আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি দেশ রেখে যেতে চাই।
মুহিত রহমান চৌধুরী বলেন, চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও সারাদেশে থাকা আমাদের গ্রুপের সদস্যরা নিজেদের সাধ্যমতো গাছ লাগিয়েছেন। কেউ স্কুলে, কেউ বাড়িতে, কেউ আবার রাস্তার পাশে- যে যেখানে পেরেছেন সেখানেই গাছ লাগিয়েছেন। আমরা বিভিন্ন স্কুলে বাচ্চাদের মাঝে গাছ বিতরণ করেছি, যাতে করে তারাও গাছের সুরক্ষায় আগ্রহী হয়।গাছ লাগানো কর্মসূচি
চিত্রা নদীর পাড়ে একটি স্কুলের শিক্ষক লিমা আহমেদ। ফেসবুক গ্রুপে বন্ধুদের আহ্বানে তিনি ৪০০ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের চারপাশে গাছ লাগিয়েছেন। লিমা আহমেদ বলেন, আমি একা বৃক্ষ রোপণ করিনি, আমার বিদ্যালয়ের ৪০০ জন ছাত্র আমার সঙ্গে গাছের চারা এনে পুরো বিদ্যালয়ের চারপাশে বৃক্ষরোপণ করেছে। আমরা আমাদের বিদ্যালয়ের সামনে অবস্থিত চিত্রা নদীর পাড়ে, বিদ্যালয়ের পিছনের রাস্তার পাশে, বিদ্যালয়ের বাগানে, ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা রোপণ করেছি। সবুজে ভরে উঠুক বাংলাদেশের প্রতিটি অঞ্চল। বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে।