মশক নিবারণ নাকি উৎপাদনকারী দফতর! (ভিডিও)


রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী মন্দির থেকে একটু সামনে এগোলেই হাতের ডান পাশে প্রতিষ্ঠানটির কার্যালয়। লাল রঙে বড় করে লেখা ‘মশক নিবারণী দফতর’। মূল ফটকের গায়েও ছোট করে দফতরের নামের দুটি মনোগ্রাম দেখা যায়।
ভেতরে প্রবেশ করেই চোখে পড়ে সারি সারি হাজারখানেক খালি ড্রাম। এর মধ্যে কিছু ড্রাম আবার রোদ-বৃষ্টিতে মরিচা পড়েছে। এর ভেতরে ও ফাঁকে ফাঁকে জমে আছে বৃষ্টির পানি। কিছু কিছু জায়গায় জন্মেছে আগাছা।
প্রতিটি ড্রামের ধারণক্ষমতা ২০০ লিটার। দুই সিটি করপোরেশনের মশা মারার ওষুধের খালি ড্রাম এখানে রাখার কথা জানা গেলেও সরেজমিন দেখা যায়, বেশিরভাগ ড্রামের গায়ে দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি উল্লেখ করা।