বিএসএমইউ’তে ডেঙ্গু সেলের বেড ৪০ থেকে বাড়িয়ে ১৫০



বিএসএমএমইউডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেঙ্গু সেলের শয্যাসংখ্যা ৪০ থেকে বাড়িয়ে ১৫০ করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) বিএসএমএমইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ডেঙ্গু সেল পরিদর্শনে যান। চিকিৎসাসেবা নিশ্চিত করতে করণীয় সবকিছুই করা হবে বলে তিনি মন্তব্য করেন।
বর্তমানে বিএসএমএমইউ’র মেডিসিন ওয়ার্ড, শিশু মেডিসিন ওয়ার্ড, ডেঙ্গু চিকিৎসা সেল, কেবিন এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মোট ৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৬০টি নতুন বেড কেনা হয়েছে। প্রয়োজনে শয্যাসংখ্যা আরও বাড়ানো হবে।
মেডিসিন বিভাগের আরপি সহকারী অধ্যাপক ডা. হাসান ইমাম জানান, প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে প্রায় ৪০০ জন জ্বর নিয়ে আসেন, যাদের অধিকাংশই ডেঙ্গুতে আক্রান্ত। তবে বেশির ভাগ রোগীরই ভর্তির প্রয়োজন পড়ে না বলে জানান তিনি।