নীল দলের উপাচার্য প্যানেল চূড়ান্ত





ড. মো. আখতারুজ্জামান, ড. মুহাম্মদ সামাদ ও ড. এএসএম মাকসুদ কামালঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য প্যানেল নির্বাচনে আওয়ামীপন্থী নীল দলের তিন সদস্যের প্যানেল চূড়ান্ত হয়েছে। তারা হলেন—বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। এক ভোটাভুটির মধ্য দিয়ে মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তারা মনোনীত হন। আজ বুধবার (৩১ জুলাই) নীল দল থেকে উপাচার্য প্যানেল নির্বাচনে অংশ নেবেন তারা। বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান ড.মুহাম্মদ সামাদ।
তিন জনের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ সামাদ ৪২ ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও তৃতীয় হয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।
বুধবার বেলা ৩টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য প্যানেল নির্বাচনে সব প্যানেলের শিক্ষকরা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। এরপর নির্বাচিত প্যানেল থেকে যেকোনও একজনকে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন।
এর আগে ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর বর্তমান উপাচার্য নিয়োগপ্রাপ্ত হন।
১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সিনেটের কাজ হলো উপাচার্য নির্বাচন ও বার্ষিক বাজেট অধিবেশন করা।