সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ব্যারিস্টার সুমন

আদালত প্রাঙ্গণে সাবেক ওসি মোয়াজ্জেম

ফেনীর সোনাগাজী  থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাক্ষ্য দিয়েছেন মামলাটির বাদী ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

বুধবার (৩১ জুলাই) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক শেখ নাজমুল আলম সাক্ষ্যগ্রহণ করেন। এরপর আগামী ২০ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেছেন তিনি।

মামলার বাদী ব্যারিস্টার সায়েদুল হক সুমন আদালতে তার জবানবন্দিতে বলেন, সোনাগাজীতে ওসি থাকাকালীন মোয়াজ্জেম ২৭ মার্চ নুসরাত জাহান রাফি নামে একজন মাদ্রাসাছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। এরপর জিজ্ঞাসাবাদের নামে আইনবহির্ভূতভাবে তার (রাফির) ভিডিও ধারণ করেন। এই ভিডিও পরবর্তী সময়ে ইউটিউব ও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। আমি ১১ এপ্রিল সকাল সাড়ে ৯টায় আমার কর্মস্থলে ভিডিওটি দেখতে পাই। ভিডিওতে দেখতে পাই, ওসি মোয়াজ্জেম হোসেন রাফিকে জেরা করতে করতে অনেক অশ্লীল, আপত্তিকর, মানহানিকর প্রশ্ন করতে থাকেন।

জবানবন্দি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বাদী ব্যারিস্টার সুমনকে বলেন, ‘এজাহারে এটা কি আপনার স্বাক্ষর? আসামি কি আদালতে হাজির আছে?’ জবাবে ব্যারিস্টার সুমন বলেন, ‘জি, এটা আমার স্বাক্ষর। আসামি আদালতে হাজির আছেন।’ এরপর আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বাদীকে জেরা শুরু করেন।