ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীরা বিশেষ বিবেচনায় পরীক্ষার সুযোগ পাবে



মাউশিডেঙ্গু আক্রান্ত হয়ে যদি কোনও শিক্ষার্থী স্কুলের পরীক্ষা দিতে না পারে, তাহলে পরে বিশেষ বিবেচনায় তার পরীক্ষা নিতে হবে। বৃহস্পতিবার (১ আগস্ট) দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের এ-সংক্রান্ত নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।


মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নানের সই করা আদেশে বলা হয়, কোনও শিক্ষার্থী গুরুতর রোগে আক্রান্ত হলে পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ (ত্রৈমাষিক, ষান্মাসিক ইত্যাদি) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। তেমনি ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের পরবর্তীতে বিশেষ বিবেচনায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে শিক্ষার্থীর ডেঙ্গু কিংবা গুরুতর রোগে আক্রান্ত হয়েছে কিনা, তা অবশ্যই চিকিৎসা সনদের মাধ্যমে প্রমাণিত হতে হবে।