হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলেসহ দগ্ধ ৩

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণরাজধানীর হাজারীবাগে গনকটুলীতে একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকান মালিকসহ তিন জন দগ্ধ হয়েছেন। তারা হলেন, দোকান মালিক জয়নাল আবেদীন (৬৫), তার ছেলে শহীদ (৪০) ও দোকান কর্মচারী সজীব (২২)। তাদেরকে  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, শহীদের শরীরের ৪১ শতাংশ, জয়নালের ১০ শতাংশ ও সজীবের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। শহীদের অবস্থা আশঙ্কাজনক।

শহীদের ভাই শাহীন বলেন, তাদের বাসা গনকটুলিতে। বাড়ির পাশে তাদের একটি খাবারের দোকান রয়েছে। দোকানে সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুন লেগে যায়। এতে বাবা-ভাইসহ তিন জন দগ্ধ হয়েছেন।  আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন।