বিয়ের আসরে কনের বাবাকে হত্যা: আসামি সজীবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আদালতরাজধানীর মগবাজারের দিলু রোডে বিয়ের আসরে কনের বাবা তুলা মিয়াকে (৪৭) হত্যা মামলার আসামি সজীব আহমেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার (২ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতের (সিএমএম) বিচারক আবু সুফিয়ান মো. নোমান জবানবন্দি গ্রহণ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

জিআরও জানান, শুক্রবার হাতিরঝিল থানায় মামলার তদন্ত কর্মকর্তার কাছে আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। তদন্ত কর্মকর্তার আদালতে আবেদন করার পরিপ্রেক্ষিতে এ জবানবন্দি রেকর্ড করা হয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে হাতিরঝিল থানায় নিহতের ছেলে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ আগস্ট) মগবাজারের দিলু রোডে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে মেয়ে স্বপ্নার বিয়ের আয়োজন করেন তুলা মিয়া। বিয়ের অনুষ্ঠান চলাকালে পাশেই স্বপ্নাদের বাড়িতে ঢুকে তার বাবা তুলা মিয়া ও মা ফিরোজা বেগমকে ছুরিকাঘাত করেন সজীব। এ সময় উপস্থিত জনতা সজীবকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ছুরিকাঘাতে তুলা মিয়া নিহত হন এবং ফিরোজা বেগম আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: বিয়ের আসরে কনের বাবাকে হত্যার ঘটনায় মামলা