কাশ্মিরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাবিতে ইশার মানববন্ধন

রাজু ভাস্কর্যে মানববন্ধনকাশ্মিরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা)। বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে ‘গর্জে ওঠো রণবীর আজাদ কর কাশ্মির’, ‘কাশ্মির ভয় নেই মানবতা মরে নাই’ ইত্যাদি লেখার ব্যানারে প্রতিবাদ জানানো হয়।
এ সময় এই সংগঠনে কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলুল করিম মারুফ বলেন, ‘পরাধীনতার যে যাতনা সেটা আমরা বাঙালিরা খুব ভালো করেই জানি। একটি হানাদার বাহিনী একটি দেশে আসলে কী পরিমাণ অত্যাচার,নিপীড়ন, নির্যাতন করে সেটা আমাদের জানা আছে। যা ১৯৭১ সালে আমরা দেখেছি। কাশ্মিরে যা চলছে, তা আমাদের দেশেও হয়েছিল। বাংলাদশের স্বাধীনতার স্থপতি যে পররাষ্ট্রনীতি ঘোষণা করেছিলেন, সেখানে তিনি বলেছেন কারও সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে এবং সব সময় নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াতে। আজকে আমরা এই সমাবেশ থেকে বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো আপনি কাশ্মিরের পক্ষে দাঁড়ান। ভারতের সঙ্গে আমাদের রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, তা আমরা বিবেচনা করবো। কিন্তু তাই বলে আমাদের পার্শ্ববর্তী একটি দেশে মানুষের প্রতি অত্যাচার-নিপীড়ন চলবে, তা আমরা মেনে নেবো না।