মিরপুরের পুড়ে যাওয়া বস্তি দেখলেন মেয়র আতিকুল

মিরপুরের রূপনগরের ঝিলপাড় বস্তিটি পুড়ে যাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মিরপুরের রূপনগরে চলন্তিকা মোড়ের পাশের ঝিলপাড়ের বিশাল বস্তিতে আগুন লাগার পর  ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকার উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার (১৬ আগস্ট) রাত দশটার দিকে পুড়ে যাওয়া বস্তিটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন তিনি। তাদের আবারও এখানে বসবাসের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন আতিকুল।

আগুন লেগে পুড়ে যায় মিরপুরের রূপনগরের ঝিলপাড় বস্তিটি। (ছবি: সাজ্জাদ হোসেন)

ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, বস্তিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খাবারের ব্যবস্থা ও থাকার ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকরা সবাই কাজ করছে। আমরা আগে আগুন নেভানোর কাজ করছি। আগুন নেভানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। বস্তিতে যারা থাকে তারা আমাদেরই জনগণ। তারাও মানুষ। তাদের এখানে বসবাসের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। সিটি মেয়র হিসেবে তাদের দেখার দায়িত্ব আমার।

তিনি বলেন, আগুন কিভাবে লেগেছে তা এখনও বলা যাচ্ছে না। আগুন নেভানোর পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখবে। আগুন নেভানোর পর তদন্ত কমিটি করা হবে। তারাও বিষয়টি খতিয়ে দেখবে।