ডেঙ্গুতে ঢামেকে আরও এক নারীর মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও এক নারীর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। নিহত নারীর নাম মনোয়ারা বেগম (৪৫)। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠাবন উপজেলায়। শনিবার (১৭ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।  

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিহতের পরিবারের লোকজন বলেছেন, তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃতের স্বজনরা লাশ নিয়ে গেছেন।’

নিহত মনোয়ারার স্বামী সাইফুল ইসলাম জানান, প্রায় ১০ দিন আগে সে জ্বরে আক্রান্ত হয়। প্রথমে তাকে স্থানীয় ভাগলপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডেঙ্গু শনাক্ত হলে মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয় মনোয়ারাকে। তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা পৌনে ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।