সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

দুদকঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম রাজ খান ও তার স্ত্রী ফিরোজা খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার (১৯ আগস্ট) তিন কোটি ৭০ কোটি লাখ ৬৪১ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী দুদকের উপপরিচালক মোশারফ হোসেন মৃধা।