অডিও, ভিডিও রেকর্ডকে সাক্ষ্য আইনে অন্তর্ভুক্তির জন্য আইন মন্ত্রণালয়কে দুদকের চিঠি

দুদক

ইলেকট্রনিক রেকর্ডকে (অডিও-ভিডিও) দালিলিক প্রমাণ হিসেবে গ্রহণের জন্য সাক্ষ্য আইনকে যুগোপযোগী করা প্রয়োজন বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর এ কারণে আইনটি যুগোপযোগী করতে আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত আইন মন্ত্রণালয়ে এ চিঠি পাঠান।

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। 

বর্তমানে বিদ্যমান আইনে ইলেকট্রনিক রেকর্ডকে আদালতে সাক্ষীসাবুদ বা দলিল হিসেবে ব্যবহারের সুযোগ নেই। আদালতে সাক্ষীসাবুদ ব্যবহারের নীতি পদ্ধতি বিষয়ে আমাদের দেশে রয়েছে ১৮৭২ সালের এভিডেন্স অ্যাক্ট। এতে দু’ধরনের এভিডেন্সের কথা আছে। প্রথমত: মৌখিক অর্থাৎ সাক্ষী আদালতে উপস্থিত হয়ে যা কিছু বর্ণনা করেন, দ্বিতীয়ত, ডক্যুমেন্টারি অর্থাৎ আদালতের নিরীক্ষণের জন্য যেসব ডক্যুমেন্ট উপস্থাপন করা হয়। ডক্যুমেন্ট হিসেবে যে পাঁচটি উদাহরণ এভিডেন্স অ্যাক্টের ধারা ৩-এ দেওয়া আছে, তাতে ইলেকট্রনিক অডিও বা ভিডিও অথবা অডিও-ভিজুয়াল রেকর্ড গণ্য হিসেবে নেই।